স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ মে : চলন্ত ট্রেনের মধ্যেই এক মা জন্ম দিলেন তার সন্তানকে। জানা যায় সাব্রুম – শিয়ালদা গামী কাঞ্চনজঙ্ঘা ট্রেনটি দুপুর ১২ টা নাগাদ যখন ধর্মনগর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় তখন জি আর পি খবর আসে ট্রেনে এক শিশু জন্ম নেয়।
সাথে সাথে মা ও নবজাতককে ধর্মনগর রেলওয়ে স্টেশনে নামানো হয়। তারপর ধর্মনগর হাসপাতাল থেকে চিকিৎসক ও নার্সরা স্টেশনে এসে মা ও শিশুকে পর্যবেক্ষণ করেন এবং প্রাথমিক চিকিৎসার পর ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন ধর্মনগর জেলা হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায়, বর্তমানে দুজনেই সুস্থ আছেন। তাদের বাড়ি রাঁচিতে। প্রসূতি মায়ের নাম ক্যাটকি নাগাসিয়া। পিতার নাম ক্যাটকা নাগাশিয়া। সন্তান জন্মের পর তাদের মুখে ফুটেছে হাসি।