স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ মে : শান্তিরবাজার রামঠাকুর মন্দিরে থাবা বসাল নিশিকুটম্বের দল। জানা যায় শান্তিরবাজার রামঠাকুর মন্দিরের টিন কেটে চোরেরা মন্দিরে প্রবেশ করে। চোরের দল মন্দিরের প্রনামী বাক্স থেকে অর্থ নিয়ে যায়। এছারাও মন্দিরে থাকা ঠাকুরের শয়ন কক্ষের খাটের সঙ্গে অগ্নি সংযোগ করে দিয়ে যায় বলে অভিযোগ। বুধবার সকলে মন্দির কমিটির নজরে আসে চুরির ঘটনা।
সাথে সাথে খবর দেওয়া হয় শান্তিরবাজার থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মন্দির কমিটির এক সদস্য জানান মঙ্গলবার রাতে মন্দিরের পুরহিত পূজা শেষ করে বাড়িতে চলে যান। বুধবার ভোরে ওনার কাছে ফোন যায় মন্দিরে থাকা ঠাকুরের শয়ন কক্ষের খাটের পাশে আগুন জলছে। সাথে সাথে তিনি মন্দিরে ছুটে যান। মন্দিরে গিয়ে দেখতে পান চোরের দল মন্দিরের প্রনামি বাক্স থেকে টাকা ও বিভিন্ন বাসন পত্র চুরি করে নিয়ে গেছে।