স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ মে : জম্পুইজলা গোবিন্দ ঠাকুরপাড়া থেকে কলেজ পড়ুয়া ছাত্রের বাইক চুরি। মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়ি থেকে চোরেরা বাইক চুরি করে নিয়ে যায়। এলাকার বাসিন্দা বিধি দেববর্মার ছেলে রোহন দেববর্মা। রোহন দেববর্মা খুমলুং হোস্টেলে থেকে খুমলুং ডিগ্রী কলেজে পড়াশোনা করে।
সে মঙ্গলবার তার TR-01AB-5330 নম্বরের বাইক নিয়ে দুই দিনের জন্য বাড়িতে যায়। মঙ্গলবার রাতে মা-বাবার সাথে খাবাড় খেয়ে সে ঘূমীয়ে পরে। তার বাইকটি ছিল ঘরের বারান্দায়। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তার বাইকটি নেই। বাইক দেখতে না পেয়ে রোহণ চিৎকার শুরু করে। তখন তার মা-বাবা ঘুম থেকে উঠে আসে। ছুটে আসে পাড়া প্রতিবেশীরা। খবর দেওয়া হয় জম্পুইজলা থানার পুলিশকে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। রোহন দেববর্মার বাবা বিধি দেববর্মা জানান মঙ্গলবার রাত্রি ১২ টার সময় ঘুমিয়েছিলেন। রাত্রি ৩ টা নাগাদ ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের বারান্দায় রাখা বাইকটি নেই।