স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ মে : বুধবার সাত সকালে নতুন বাজার রেগুলেটরি মার্কেট শেডে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়। নিহত শ্রমিকের নাম জামির হোসেন। বাড়ি উত্তর একছড়ি নিলধন পাড়ায় এলাকায়। পরিবারের লোকেরা জানায়, প্রায়ই রাতেরবেলা মদমত্ত অবস্থায় সে নতুন বাজার রেগুলেটর মার্কেটের শেডে ঘুমিয়ে থাকে। বুধবার সকালে এলাকাবাসীরা তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে পরিবারের লোকজনদের খবর দেয়।
খবর পেয়ে নতুন বাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় ফরেনসিক টিমকে। তারা এসে ঘটনার তদন্ত শুরু করে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।