Monday, February 17, 2025
বাড়িরাজ্যআন্দোলনে নামতে চলেছে ফরওয়ার্ড ব্লক

আন্দোলনে নামতে চলেছে ফরওয়ার্ড ব্লক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মে : পেট্রোপণ্যের দ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে, বেকারদের কর্মসংস্থান নেই। সমস্যাগুলি নিরসনের জন্য কেন্দ্রীয় সরকার কোনো উদ্যোগ গ্রহণ করছে না। তাই সম্প্রতি দিল্লিতে সিপিআইএম, সি পি আই, ফরওয়ার্ড ব্লক এবং আর এস পি’র যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 কর্মশালায় সিদ্ধান্ত হয় পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য হ্রাস করা, বেকারদের কর্মসংস্থানের দাবি সহ বি পি এল অন্তর্ভুক্ত প্রতি পরিবারকে মাসে ৭,৫০০ হাজার টাকা করে প্রদান করার জন্য। সেই সিদ্ধান্ত মোতাবেক ফরওয়ার্ড ব্লক সিদ্ধান্ত নিয়েছে দাবি নিরসনের জন্য প্রত্যেকটি রাজ্যে এবং প্রত্যেকটি বিভাগের আন্দোলন করবে। আন্দোলনের মাধ্যমে দাবি তোলা হবে দেশে দ্রুত সমস্যা সমাধানের জন্য। শুক্রবার সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটি অফিসে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান ফরওয়ার্ড ব্লকের রাজ্যস্তরে নেতৃত্ব রঘুনাথ সাহা। পাশাপাশি এদিন ফরওয়ার্ড ব্লকের সদর জেলা কমিটির পক্ষ থেকে সেন্ট্রাল গভমেন্ট অফিসে একটি ডেপুটেশন প্রদান করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য