Monday, February 17, 2025
বাড়িরাজ্যরাস্তায় নেমে প্রতিবাদ টেট উত্তীর্ণ যুবক যুবতীদের

রাস্তায় নেমে প্রতিবাদ টেট উত্তীর্ণ যুবক যুবতীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মে : দ্রুত নিয়োগের দাবিতে ময়দানে নামল টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। সরকার তাদের দাবি মানছে না। তাই সরকারের মর্জিমাফিক সিদ্ধান্তের বিরুদ্ধে এবার রাস্তায় নেমে সরব হলো টেট উত্তীর্ণ যুবক-যুবতীরা। তাদের দাবি ২০২১ সালে টি-টেট পরীক্ষায় উত্তীর্ণদের ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ বাড়িয়ে সকলকে একসাথে নিয়োগ করা এবং যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু ইতিমধ্যে তাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে তাদের যাতে দ্রুত নিয়োগ করা হয়।

এদিন রাজধানীর সিটি সেন্টারের সামনে অল টি-টেট পাসড ক্যান্ডিডেট গ্রুপ ২০২১ একটি গণঅবস্থানের আয়োজন করা হয়। এদিন গণঅবস্থান থেকে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে টেট উত্তীর্ণ যুবক-যুবতীরা। সরকারের কাছে দাবি জানালে সরকার বলছে প্রয়োজনে আইনের পথ অবলম্বন করতে পারে কিন্তু নির্দিষ্ট সংখ্যক শূন্যপদের বাইরে নিয়োগ করা যাবে না। এটি সরকারের তুঘলকি সিদ্ধান্ত। প্রতিদিন মুখ্যমন্ত্রীকে শিক্ষা মন্ত্রী এভাবে প্ররোচনা দিচ্ছে বলে অভিযোগ তুলল টেট উত্তীর্ণ যুবক-যুবতীরা। টেট উত্তীর্ণ যুবক-যুবতীদের দাবি শূন্যপদ নেই বলে মিথ্যে কথা বলছে রাজ্যবাসীকে। সরকারের কাছে দাবি সরকার যেন প্রকৃত সত্যটি উদ্ঘাটন করে। রাজ্যের আট জেলা শিক্ষা আধিকারিকের কাছে এ বিষয়ে তিনি এ দাবি জানানো হয়েছে। আর সরকার যেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা শুধু মুখে না বলে কারিগর হিসেবে কাজ করে। আর তারপরও যদি সরকার সিদ্ধান্ত মোতাবেক ৬০০ জনকে নিয়োগ করে, বাকি ৩০৩১ জনকে নিয়োগ না করে তাহলে বড় ছড়া আন্দোলনে নামতে বাধ্য হবে তারা। এদিন সিটি সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিল সংঘটিত করে টেট উত্তীর্ণ যুবক-যুবতীরা। পরে তারা সিটি সেন্টারের সামনে গণ অবস্থানের শামিল হয় এদিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য