স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ মে : ডিজিটাল প্রশাসনকে আরও মজবুত করতে জাতীয় ই-গভর্নেন্স বিভাগের সহযোগিতায় শুক্রবার আয়োজন করা হয় এক কর্মশালার। প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা, তথ্য ও প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্তে, দপ্তরের অধিকর্তা জেয়া রাঘুল গেশান বি সহ অন্যান্যরা। প্রদিপ প্রজ্জলন করে কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা। পরবর্তী সময় কর্মশালায় আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্য সচিব বলেন এইদিনের কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় ঘাটতি দেখা যায়। একমাত্র ডিজিটাল মাধ্যমে সেই ঘাটতি পূরণ সম্ভব।
ডিজিটাল ব্যবস্থায় অনেক সুবিধা হয়েছে। ডিজিটাল ব্যবস্থা লাগু সম্ভব হয়েছে সকলের প্রচেষ্টায়। ২০০৩ সালে ডিজিটাল হসপিটাল সফটওয়্যার চালু করা হয়েছে ত্রিপুরা রাজ্যে। বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে ডিজিটাল হসপিটাল সফটওয়ার চালু করেছে। এইটা একটা গর্বের বিষয়। এদিকে তথ্য-প্রযুক্তি সচিব কিরণ গিত্তে বক্তব্য রেখে বলেন, প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরকারী সম্ভাবনায় গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর ভবিষ্যতের কোনো ধারণা নয়, বরং বর্তমান সময়েই তা তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, সক্রিয় পরিষেবা প্রদান এবং পরিচালনগত দক্ষতার এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, প্রশাসনিক কাঠামোর সঙ্গে এআই’র সমন্বয় প্রশাসনিকভাবে সাড়া বা প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে।