স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ মে : শিক্ষকের দাবিতে আবারো সকাল থেকে করবুক মহকুমার পিএমশ্রী প্রল্লাদ সদ্বার পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যতনবাড়ি – করবুক মূল সড়কে পথ অবরোধ করে। ছাত্র ছাত্রীদের দাবি বিদ্যালয়ে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর মধ্যে চরম শিক্ষক সংকট চলছে। এর প্রতিবাদে ছাত্র ছাত্রীরা পথ অবরোধ করে আন্দোলনে সামিল হয়।
এই পথ অবরোধের খবর পেয়ে ছুটে যায় নতুনবাজার থানার পুলিশ এবং বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান, ঘটনাস্থলে গিয়ে ছাত্র ছাত্রীদের সাথে কথা বললে ছাত্র ছাত্রীরা জানায়, করবুক মহকুমার শিক্ষা আধিকারিক ধামুধর ত্রিপুরা অবরোধ স্থলে এসে ছাত্র ছাত্রীদের দাবি মানতে হবে। অন্যদিকে সকাল থেকে এই পথ অবরোধের ফলে সাপ্তাহিক হাট বাজার করবুকে যাওয়া বিভিন্ন ব্যবসায়ীরা ও যানবাহন চলাচল স্তব্দ হয়ে পড়ে।
পরবর্তী সময়ে করবুক মহকুমার শিক্ষা আধিকারিক ধামুধর ত্রিপুরা পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে তাদেরকে লিখিত দেন। এতে প্রল্লাদ সদ্বার পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শিক্ষা আধিকারিকের কাছ থেকে লিখিত আশ্বাস পেয়ে পথ অবরোধ প্রত্যাহার করে নেন। এদিকে বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে জানা যায় গ্রীষ্মকালীন ছুটি শেষ হওয়ার পর বিদ্যালয় দুজন শিক্ষক বদলি করে আনা হবে। তাহলে সমস্যার সমাধান হবে।