স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ মে : দিল্লী সফরে গিয়ে দ্বিতীয় দিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সৌজন্য মূলক সাক্ষাৎ করেন ভারত সরকারের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ মন্ত্রী গিরিরাজ সিং-র সঙ্গে। পুস্প স্তবক ও বাঁশের তৈরি গণেশ মূর্তি তুলে দিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী জায়া। এম. এন. রেগা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় অনুদান প্রাপ্ত প্রকল্প নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় দুজনের মধ্যে। পরে দিল্লীর রেলভবনে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সৌজন্য মূলক সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।