স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ মে :টিসিএস ২০২৪ ব্যাচের অফিসারদের প্রশিক্ষণ সমাপ্ত হল বৃহস্পতিবার। সেই উপলক্ষ্যে এইদিন রাজধানীর প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ৩০ জন নতুন টিসিএস অফিসার সরকারে সামিল হওয়ায় সরকারের শক্তি অনেকটা বৃদ্ধি পেয়েছে। নয়া ৩০ জন টিসিএস অফিসারের মধ্যে ১০ জন রয়েছে মহিলা। পড়ালেখার ক্ষেত্রে সুনাম অর্জন করা শেষ নয়। বাস্তব জগতে যারা মানুষের জন্য কাজ করে, তাদেরকে মানুষ সারা জীবন মনে রাখে। অনেক সময় অফিসারদের নিয়ে অনেক কথা শুনা যায়।
কিন্তু মনে রাখতে হবে কাজের মধ্যদিয়ে নিজের পরিচয় দিতে হবে। কাজের উপরে কোন কিছু নেই। মুখ্যমন্ত্রী এইদিন নয়া টিসিএস অফিসারদের উদ্দেশ্যে বলেন স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করতে হবে। সম্প্রচারিত সংবাদে নজর রেখে গ্রামীণ এলাকার সমস্যা গুলি চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণের আশা আকাঙ্খা অফিসারদের উপর নির্ভর করে। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে প্রধানমন্ত্রী অনেক গুলি প্রকল্প হাতে নিয়েছেন। এই প্রকল্প গুলির ফলে লাভও হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর পুরাণো নিয়ম নীতি বাতিল করা হয়। এই নিয়ে আদালতে মামলাও হয়েছে। হাইকোর্টের নির্দেশে পরবর্তী সময় স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করা হয়েছে। সুবিধাভোগীদের নির্বাচন করার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে অফিসারদের। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা সহ অন্যান্য আধিকারিকরা।