Sunday, May 25, 2025
বাড়িরাজ্যবহির্রাজ্যে গাঁজা পাচারের সময় আটক ২

বহির্রাজ্যে গাঁজা পাচারের সময় আটক ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ মে :বহিঃ রাজ্যে পাচারকালে বিদ্যুৎ এর ট্রান্সফরমার বোঝাই গাড়ি থেকে গাঁজা আটক। পুলিশের জালে দুই ব্যক্তি। ঘটনা সোমবার ধর্মনগর মহকুমার চুড়াইবাড়ি থানার নাকা পয়েন্টে। সোমবার চুড়াইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে চলছিল যানবাহন চেকিং। তখন UP 58 AT 1128 নম্বরের একটি গাড়ি আগরতলা থেকে বহিঃ রাজ্য গৌহাটির উদ্দেশ্যে যাওয়ার পথে যখন চুড়াইবাড়ি থানার সামনে আসে তখন পুলিশ গাড়িটি আটক করে। তারপর গাড়িটি তল্লাশি চালানো হয়। গাড়িতে মজুদ করে রাখা ১০ টি বৈদ্যুতিক নষ্ট ট্রান্সফরমারের ভিতর থেকে ৯৬ পেকেটে মোট ৯৬০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

সাথে আটক করা গাড়ির চালক ও সহচালকদের। গাড়ির চালক হল অদ্রেস কুমার সাচ্চান এবং সহচালক প্রমব কুমার। তাদের দুজনের বাড়ি উত্তর প্রদেশ রাজ্যের কানপুর জেলার বিধু থানাধীন কানপুরনগর এলাকায়।  চুড়াইবাড়ি থানার পুলিশ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের গ্রেফতার করেছে। তারা পুলিশের প্রাথমিক  জিজ্ঞাসাবাদে জানায় গাঁজা গুলি আগরতলার খয়েরপুর বাইপাস থেকে গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। মঙ্গলবার তাদের জেলা আদালতে প্রেরণ করবে চুড়াইবাড়ি থানার পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!