স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ মে :তিন কুখ্যাত চোরকে জালে তুলল এনসিসি থানার পুলিশ। ধৃত তিন চোর আইএস অভিষেক চন্দের কুঞ্জবন স্থিত আবাসন থেকে আইফোন, আইপ্যাড সহ বিভিন্ন সরঞ্জাম চু*রি করেছিল বলে অভিযোগ। ধৃত এই চোরের নাম আকাশ রবি দাস, সুদীপ্ত চৌধুরী এবং দীপঙ্কর বনিক। তাদের মধ্যে মূল মাস্টারমাইন্ড হলো আকাশ রবি দাস।
গত কয়েকদিন আগে আকাশ রবি দাস নামে কুখ্যাত চোর চুরি কান্ডে জামিন পেয়ে বাড়ি ফিরেছে। কিন্তু পুনরায় সে আবার চুরি ঘটনায় জড়িয়ে পড়ে। তার বাড়ির শ্যামলী বাজার এলাকায়। পুলিশ নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে তিনজনকে আদালতে তুলেছে। তাদের পুলিশ রিমান্ড চায় এনসিসি থানার পুলিশ। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করবে বলে জানান থানার ওসি। তাদের কাছ থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।