স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ মে :সিপিআইএমের ২৪ তম পার্টি কংগ্রেসের পর দলের রাজ্য কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় রবিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ বিবি, পলিটব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা।
পলিটব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, সম্প্রতি সিপিআইএমের ২৪ তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। পার্টি কংগ্রেসের একাধিক বিষয় নিয়ে জোর চর্চা হয়েছে। এই পার্টি কংগ্রেসের পর আজকে প্রথম সিপিআইএম রাজ্য কার্যালয়ে বৈঠকে ডাক দেওয়া হয়েছে। বৈঠকে আলোচনা হয় পার্টি কংগ্রেসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিয়ে। এই সিদ্ধান্তগুলি আগামী দিন কিভাবে রাজ্যে কার্যকর করে সাংগঠনিক এবং দলীয়ভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে আলোচনা হয়।