স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ অক্টোবর : দুর্গাপুজার সময় বাংলাদেশে মূর্তি, মণ্ডপ ও মন্দির ভাংচুর এবং বাড়ি ঘরে অগ্নি সংযোগ, হত্যার মতো ঘটনা ঘটায় মৌলবাদীরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মঙ্গলবার রাজধানীর সিটি সেন্টারের সামনে দুই ঘণ্টার প্রতিবাদ গন অবস্থান সংগঠিত করে বৈদিক ব্রাক্ষন সমাজ।
এদিন এক যোগে রাজ্যে বৈদিক ব্রাহ্মণ সমাজের ২৩ টি শাখা এই প্রতিবাদের পক্ষ থেকে গন অবস্থান সংগঠিত করা হয়। বাংলাদেশে সংখ্যা লঘু হিন্দুদের উপর দিন দিন অত্যাচারের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই গনঅবস্থান থেকে এক প্রতিনিধি দল আগরতলা স্থিত সহকারি হাইকমিশন কার্যালয়ে গিয়ে সহকারি হাইকমিশনারের হাতে দাবি সনদ তুলে দেয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ করা, সংখ্যা লঘুদের জন্য কমিটি গঠন করে উন্নতি করা সহ একাধিক দাবি জানানো হয়েছে বলে জানান বৈদিক ব্রাহ্মণ সমাজের প্রতিষ্ঠাতা পণ্ডিত ভাস্কর চক্রবর্তী।