Thursday, July 31, 2025
বাড়িরাজ্যসংগঠনের শক্তি বাড়াতে বৈঠক ভাজপার

সংগঠনের শক্তি বাড়াতে বৈঠক ভাজপার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : উপনির্বাচনকে সামনে রেখে মাঠে নামতে প্রস্তুত শাসক দল বিজেপি। সহসাই ঘোষণা হতে পারে উপনির্বাচন। সেদিকে গুরুত্ব দিয়ে রিতি মতোই শাসক দলের ভূকম্পন শুরু হয়েছে। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

 এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য, সহ সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া, মন্ত্রী রামপদ জমাতিয়া, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক টিঙ্কু রায় সহ অন্যান্যরা। মূলত প্রদেশ বিজেপির অফিস বিয়ারার, বিভিন্ন মোর্চার সভাপতি ও জেলা সভাপতিদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশ বিজেপি সভাপতি তথা ডাক্তার মানিক সাহা জানান এইদিন সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সামনে প্রদেশ বিজেপির কার্যকারিণী বৈঠক রয়েছে। সেই বৈঠকের দিনক্ষণ নির্ধারণ ও বৈঠককে সফল করার বিষয় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও প্রশিক্ষণ শিবির এবং সর্বভারতীয় স্তর থেকে দেওয়া বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান এই মুহূর্তে উপনির্বাচন হলে তার জন্য দল প্রস্তুত রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!