স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : রণকৌশল পাল্টাতে চইছে রাজ্যের প্রধান বিরোধী দল সি পি আই এম। কারণ মাটি কামড়ে ধরে রাখতে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে রণকৌশল নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে সিপিআইএমের কাছে।
সি পি আই এম-এর ২৩ তম রাজ্য সম্মেলনের পর সোমবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। দুমাস পর রাজ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়। রাজ্যের বর্তমান জটিল পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। কারণ রাজ্য রাজনীতিতে দ্রুতগতি পাল্টাচ্ছে। তাই এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেদিকেই গুরুত্ব দিয়ে সাংগঠনিক বিষয়ে গুরুত্ব দিয়ে সভা অনুষ্ঠিত হয়। পুলেটব্যরুর অন্যতম সদস্য প্রকাশ কারাত উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু দিল্লিতে প্রাকৃতিক দুর্যোগ থাকায় তিনি সবাই অংশগ্রহণ করতে আসতে পারেনি বলে জানান সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এদিনের সভায় উপস্থিত ছিলেন পুলেটব্যরোর সদস্য মানিক সরকার সহ সিপিআইএমের নেতৃবৃন্দ।