স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : ট্রিপল ইঞ্জিনের গতি দীর্ঘ পাঁচ মাসেও এগুচ্ছে না। রাস্তা সংস্কার করার জন্য বহুবার রাজধানীর বড়জলা আচার্যী পাড়ার মানুষ দাবি জানালেও কোন ভূমিকা নেই স্থানীয় কাউন্সিলের। অবশেষে সোমবার সকাল থেকে রাস্তা অবরোধ করে স্থানীয়রা। এ বিষয়ে অবরোধকারীদের কাছ থেকে জানা যায়, মনিপুরী পাড়া থেকে আচার্য পাড়া পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় দীর্ঘ দিন ধরে পড়ে রয়েছে।
রাস্তা দিয়ে চলাচল করতে বেগ পেতে হয় যানচালকদের। বৃষ্টিতে কাঁদা হয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে রাস্তাটি। বহুবার স্থানীয় বিধায়ক এবং কাউন্সিলের কাছে রাস্তা সংস্কার করে দেওয়ার দাবি জানানো হলেও কোন সদুত্তর মেলেনি তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করা হয়েছে। এদিকে মন্ডল সভাপতি ছুটে আসেন জনপ্রতিনিধি ভূমিকা দেখাতে। তিনি জানান এই রাস্তার বিষয় নিয়ে কথা বলা হয়েছে চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার এবং ৪ বরজালা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ দিলীপ দাসের সঙ্গে। অতি সত্বর রাস্তা সংস্কার করা হবে বলে জানিয়েছেন। আর মন্ডল সভাপতির আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ মুক্ত হয়। সোমবার দিনের ব্যস্ততম সময়ে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের ফলে রাস্তার দুদিকে আটকে পড়ে যান বাহন। বিপাকে পড়েন বিমান যাত্রী সহ অনেকেই। দীর্ঘক্ষণ চলে অবরোধ।