স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : আমবাসা মহকুমায় কয়েক বছর ধরে অটো চালক এবং টমটম চালকদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকে, অটো চালক সরকারি গাইড লাইন মানতে নারাজ ফলে বহুবার টমটম চালকরা ন্যায্য অধিকারের দাবীতে সড়ক অবরোধ, চাক্কা জাম সহ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগঠিত করার পর অবশেষে আমবাসা অটো চালক সংঘ সরকারি গাইড লাইন মেনে টমটম চলাচল করতে দিয়েছে।
কিন্তু এবার টমটম চালকদের পক্ষে আন্দোলনে নামলো প্রমীলা বাহিনী। সংবাদের বিবরণে জানা যায় আমবাসা বাজার থেকে দেড় মাইল, নতুন ব্লক বিল্ডিং এ টমটম যেতে পারবেনা এদিকে শুধুমাত্র অটো চলাচল করবে। এদিকে সাধারণ মানুষের বক্তব্য দেড় মাইল এলাকায় টমটম না আসতে দিলে তাদের সমস্যা হয় ক্ষুদ্র ব্যবসায়ীরা সামগ্রী আনতে সমস্যা হয় কিন্তু অটো চালকরা পর্যাপ্ত যাত্রী না হলে আসতে চায়না। তাই এলাকাবাসিদের বক্তব্য দেড় মাইল এলাকায় টমটম আসতে হবে এই দাবী নিয়ে আজ সকাল আটটা নাগাদ দেড় মাইল এলাকার প্রমীলা বাহিনী আমবাসা গন্ডাছড়া সড়ক অবরোধে বসে। সকাল দশটা নাগাদ অবরোধ স্থলে অতিরিক্ত মহকুমা শাসক আশু রঞ্জন দেব্বর্মা পৌঁছান। অবরোধ কারীদের সাথে কথা বলেন অবশেষে প্রশাসনের আধিকারিকের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।