Friday, April 19, 2024
বাড়িরাজ্যপ্রদেশ কংগ্রেসের মেহেঙ্গাই মুক্ত ভারত কর্মসূচি

প্রদেশ কংগ্রেসের মেহেঙ্গাই মুক্ত ভারত কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মেহেঙ্গাই মুক্ত ভারত -এর কর্মসূচি অঙ্গ হিসেবে রবিবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে এক মিছিল সংঘটিত হয়। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।

তিনি জানান, বর্তমান বিজেপি সরকারের আমলে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং ভোজ্য তেল সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। পাল্লা দিয়ে জীবনদায়ী ওষুধের মূল্য ও অস্বাভাবিক বেড়েছে। তাই সাধারন মানুষের সাথে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে ময়দানে নেমে তীব্র প্রতিবাদ জানানো হবে। আগামী দিনে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে। প্রত্যেক জেলা ভিত্তিক এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে বলে হুশিয়ারি দেন বীরজিৎ সিনহা। এদিন মিছিলটি প্রদেশ কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য