Thursday, April 18, 2024
বাড়িরাজ্যজনগণের টাকা দিয়ে দলীয় কাজ করা হচ্ছে, অভিযোগ তুলল কংগ্রেস

জনগণের টাকা দিয়ে দলীয় কাজ করা হচ্ছে, অভিযোগ তুলল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : বর্তমান মুখ্যমন্ত্রীর নাম করে অনুষ্ঠানে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর দ্বারা বুঝাতে চাইছেন বর্তমান মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাঠপুতুল। এতটা নির্লজ্জ একজন বিধায়ক হতে পারেন যে তিনি মুখ্যমন্ত্রী সুযোগ-সুবিধা গ্রহণ করছেন। রবিবার দুপুরে প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর বিরুদ্ধে এভাবেই নিন্দা জানালেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন।

 গোমতীর জেলাশাসক গত ১৩ মে এক বৈঠক অনুষ্ঠিত করেন। বৈঠকে আগামী ২৩, ২৪ এবং ২৫ অমরপুর, কিল্লা, অম্পি এবং মাতাবাড়িতে বর্তমান প্রাক্তন মুখ্যমন্ত্রী তখনকার মুখ্যমন্ত্রী হিসেবে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮ মে এর জন্য স্বাক্ষর দিয়ে দেন জেলাশাসক। কিন্তু এই সময়ের মধ্যে যেহেতু মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে তাই অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যাওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে এটি পরিবর্তন না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সে সমস্ত আর ডি ব্লক যাওয়ার জন্য আয়োজন করা হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ২৪ মে কাকড়াবন, আর কে পুর এবং মাতারবাড়ি ব্লকের পৃষ্ঠাপ্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে সমস্ত অর্থ ব্যয় করা হবে। রাজ্যের সাধারণ মানুষের অর্থ ব্যয় করে দলীয় কাজে অংশ নিতে যাচ্ছেন বিপ্লব কুমার দেব। এর থেকে বোঝা যায় বিপ্লব কুমার দেব কতটা বেহায়া এবং লজ্জাস্কর। দাবি জানানো হচ্ছে সরকারী টাকা এবং জনগণের টাকা এভাবে যেন ব্যয় করা না হয়। সীমা হারিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী। আর বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং মুখ্যসচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক কেন চুপ হয়ে থাকছেন তারা, যা খুশি তা চলছে সরকার তাতে বলে জানান সুদীপ রায় বর্মন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য