স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ মে : মঙ্গলবার অমরপুর ব্লকের অন্তর্গত থাকছড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত পাকা বাড়ির শুভ দ্বারোদঘাটন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী ফলক উন্মোচনের মধ্য দিয়ে নতুন পাকা বাড়ির শুভ উদঘাটন করেন।
পরে পঞ্চায়েত অফিসের বিভিন্ন কক্ষ গুলি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ বিধায়ক রঞ্জিত দাস ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইছেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেশে এগিয়ে নিয়ে যেতে হলে আগে গ্রামকে উন্নত করতে হবে। তার জন্য প্রধানমন্ত্রীর মার্গ দর্শনের রাজ্য সরকার গ্রামকে উন্নত করার পরিকল্পনা নিয়েছে। এবং বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে সরকার।