স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ মে : ক্ষুদিরাম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের উদ্যোগে এন.এস.এস -এর সাত দিনের বিশেষ শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার থেকে শুরু হয় এই শিবির। এই বিশেষ শিবিরকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন, প্রথমবার ক্ষুদিরাম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে এনএসএস এর উদ্যোগে সাত দিনের শিবির শুরু হয়েছে। আজ শিবিরের উদ্বোধন করা হয়। এই শিবিরে অন্যতম হলো রক্তদান শিবির। ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা এই রক্তদান শিবিরে অংশ নিয়েছেন। তাদের অভিনন্দন জানান সাংসদ রাজীব ভট্টাচার্য। আরো বলেন, এই ধরনের এনএসএস শিবিরের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে সামাজিক দায় দায়িত্ব বাড়ানো হবে। পরে রক্তদান শিবির পরিদর্শন করেন সাংসদ। রক্তদাতাদের অভিনন্দন জানান তিনি।