স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ মে : ককবরক ভাষায় রোমান হরফের দাবিতে আবারও সরব হল প্রদেশ আদিবাসী কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করে শিক্ষা ভবনে যায় আদিবাসী কংগ্রেস কর্মী সমর্থকরা।
মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন ত্রিপুরা আদিবাসী কংগ্রেস কমিটির চেয়ারম্যান তথা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শব্দ কুমার জমাতিয়া। তিনি জানান, কিছুদিন আগে ভাষার কমিশন সিদ্ধান্ত নিয়েছে বাংলা হরফে এবং রোমান হরফ ছাত্র-ছাত্রীদের জন্য পাঠ্য বই করা হবে। তারপর এ বিষয়টি নিয়ে আর টি আই করা হয়েছিল। আজকে শিক্ষা ভবনে গিয়ে দাবি জানানো হবে ককবরক ভাষা যাতে রোমান হরফে চালু করা হয়।