স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ মে : আবারো সংবাদ শিরোনামে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল! হাসপাতালের বাইরে মাটিতে পড়ে কাতরাচ্ছেন এক মুমূর্ষ রোগী। এ ধরনের দৃশ্য জিবি হাসপাতালে কোন নতুন নয়। আগেও একাধিকবার এ ধরনের দৃশ্য জিবি হাসপাতালে লক্ষ্য করে গেছে। পরবর্তী সময় সংবাদ প্রকাশের পর জিবি হাসপাতালের স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক থেকে উদ্বোধন কর্তৃপক্ষ সকলের মানবিক দৃষ্টিভঙ্গি পড়েছে সেসব রোগীর উপর। হয়তো ব্যতিক্রম হবে না এই রোগীর ক্ষেত্রেও। আজকে যে রোগীটি হাসপাতালে বাইরে খোলা আকাশের নিচে পড়ে আছে তার বয়স আনুমানিক ৭০ থেকে ৭২ হবে। এতটাই অসুস্থ মুখে কথা লাগছে।
কোন কিছুই স্পষ্ট করে বলতে পারছেন না। কেউ কেউ জানান গত কয়েকদিন ধরে তিনি জিবি হাসপাতালে ভর্তি। আজকে হঠাৎ করে হাসপাতালে বাইরে খোলা আকাশের নিচে ওনাকে পড়ে থাকতে দেখে চোখ ছানাবড়া হয়ে যায়। কিছু রোগীর পরিবার সেখানে জমায়েত হয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে পরিত্যক্ত একটি শয্যার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু এটা সমস্যার সমাধান নয়। সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ বৃষ্টি সবকিছুই শরীরের উপর সহ্য করছেন তিনি।
প্রশ্ন হলো সাবকা সাথ, সবকা বিকাশের ঢেউয়ে সামিল হওয়া জিবি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা কি এতই ব্যস্ত যে একজন রোগীকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার বোধগম্য পর্যন্ত তাদের নেই? সবচেয়ে আশ্চর্যজনক ভূমিকা পালন করেছে হাসপাতালের নার্সেরা। তারা যখন চাকরিতে যোগ দেয় তখনই শপথ নেন যে তারা মানুষকে সেবা প্রদান করবে। অথচ বাস্তবে সাথে মিল কোথায় প্রশ্ন আমজনতার! সুতরাং এক কথায় বলা যায় জিবি হাসপাতাল মানবিকতাকেও হার মানাচ্ছে।

