স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ মে :নেশা সামগ্রী সহ ধৃত ৪ জন। আগরতলা রেল স্টেশন থেকে জিআরপি থানার পুলিশ এবং আগরতলা আর পি এফ যৌথভাবে দুইজন ড্রাগ প্যাডলারকে আটক করেছে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ২২ কেজি ৭৭৫ গ্রাম শুকনা গাঁজা। দুই ধাপে চারজনকে আটক করা হয়েছে। ঘাটে দুজন মহিলাকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ কেজি ৪০৫ গ্রাম শুকনো গাঁজা আটক করা হয়।
ধৃত দুজন মহিলার নাম রঞ্জু দেবী এবং রসুনা দেবী। অপরদিকে আরো দুই যুবককে আটক করা হয়। ধৃতরা হলো বিল্লাল হোসেন, বাড়ি মধ্য বক্সনগর, পিন্টু সরকার, বাড়ি খাসিয়া মঙ্গল। পাঞ্জাবে ট্রেন দিয়ে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে গাঁজাগুলি পাচার করার চেষ্টা করেছিল। আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়। এই মামলাতে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান। উদ্ধারকৃত গাঁজার কালো বাজারি মূল্য প্রায় ৪ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকা।