স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ মে :নেশা মুক্ত ত্রিপুরার স্লোগানের অধঃপতন ঘটছে আগরতলা শহরে। অলিগলিতে জাঁকিয়ে বসেছে নেশা কারবারিরা। পুলিশ প্রশাসনের উপর থেকে আস্থা হারিয়ে এবার স্থানীয় ক্লাব ও এলাকাবাসী মাঠে নামতে বাধ্য হচ্ছে। কুখ্যাত নেশার কারবারীদের হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে আগরতলার অরুন্ধতী নগর থানাধীন বিভিন্ন এলাকার জনগণ। কারণ এই থানা এলাকায় বেড়ে চলেছে নেশা কারবারিদের উপদ্রব। প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয় নেশা কারবারীদের আনাগোনা।
পরিস্থিতি বিষিয়ে উঠছে দিন দিন। অথচ থানার বাবুরা থানার গন্ডি থেকে বের হতে রাজি নয়। রবিবার সকালে অরুন্ধতী নগর থানাধীন ভট্টপুকুর স্থিত আপনজন ক্লাব সংলগ্ন সুমন দেবের বাড়ি থেকে আটক হয় প্রচুর পরিমাণে ব্রাউন সুগার। সুমন দেবের পরিবারের বিরুদ্ধে এলাকাবাসী এবং স্থানীয় ৩৩ নং ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ মল্লিকের অভিযোগ দীর্ঘদিন ধরে সুমন দেব, তার মা ও তার নিকটবর্তী আত্মীয় প্রশান্ত দেব সহ গোটা পরিবার ব্রাউন সুগার বিক্রির সঙ্গে জড়িত। এলাকাবাসী তাদের দিকে দীর্ঘদিন ধরে নজর রাখছিল। রবিবার তাদের বাড়িতে অভিযান চালানো হয়। প্রচুর পরিমাণে ব্রাউন সুগার সহ খালি কৌটা পাওয়া যায় সুমন দেবের ঘর থেকে এবং তার মার ঘর থেকে।
এগুলি তারা বিক্রি করার জন্য রেখেছিল বলে প্রাথমিক ধারণা এলাকা বাসীর। বাড়ির সকলেই এই ব্যবসার সাথে জড়িত। পরবর্তী সময়ে পুলিশকে ফোন করে জানানো হয়। ঘটনাস্থলে ছুটে আসে অরুন্ধতী নগর থানার পুলিশ। তারপর বাড়ির লোকজনদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের কঠোর শাস্তি দাবী করেন এলাকার কর্পোরেটর সহ স্থানীয়রা। কারণ তাদের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বহু যুবক নেশার দিকে পা বাড়াচ্ছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের কালো বাজারি মূল্য প্রায় কয়েক লক্ষাধিক টাকা হবে। এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে।