স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মে : বিদ্যুতের টাওয়ার বসানোকে কেন্দ্র করে ফের রাস্তা অবরোধ। ঘটনা শুক্রবার উদয়পুর অমরপুর সড়কের বনদোয়ার এলাকায়। অবরোধকারীদের কাছ থেকে জানা যায়, এলাকায় অনিল কুমার দেববর্মার জোত জায়গায় পাওয়ার গ্রীডের উদ্যোগে বিদ্যুতের টাওয়ার বসানোর কাজ চলছে।
আর তাতেই দেখা দেয় বিপত্তি। আদালতের নির্দেশে অনুসারে অনিল কুমার দেববর্মা জায়গার ক্ষতিপূরণও পায়। কিন্তু বর্তমানে জায়গাটি অনিল দেববর্মা, সঞ্জয় জমাতিয়া নামে এক ব্যক্তিকে লিজে দিয়ে দেয়। আর এর ফলে বর্তমানে সঞ্জয় জমাতিয়া তার নিজ জায়গা বলে দাবী করেন। যার ফলে টাওয়ার বসতে বাধা দেওয়া শুরু করে। কিন্তু পাওয়ার গ্রীড থেকে টাওয়ার বসানোর কাজ চালিয়ে যাওয়ার ফলে দেখা দেয় বিপত্তি। এরই প্রতিবাদে শুক্রবার সঞ্জয় জমাতিয়ার লোকজন উদয়পুর অমরপুর সড়কের বনদোয়ার এলাকার পথ অবরোধ বসে। ঘন্টাখানেক পর প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে এসে অবরোধ প্রত্যাহার করায়। কিন্তু দাবি যদি টাওয়ার নির্মাণ বন্ধ না করা হয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে। পূর্বেও এভাবে পথ অবরোধ এবং আন্দোলনের ঘটনা সংঘটিত হয়েছিল। কিন্তু বিষয়টি সমাধানের সূত্র বের হয়নি।