স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ মে : অবশেষে গাঁজা বোঝাই গ্যাসের বুলেট ট্যাংকার গাড়ি আটক করতে সক্ষম হলো চুরাইবাড়ি থানার পুলিশ। দুদিন পূর্বে ত্রিপুরার সব কয়টি থানাকে ফাঁকি দিয়ে অসম চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়েছিল কোটি টাকার গাঁজা। তাতে অবশ্য উত্তর জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে নড়েচড়ে বসলেন।
আর তাতেই বুধবার সকাল থেকে চুরাইবাড়ি থানার বড়বাবু, ছোটবাবু, সবাই রাস্তায় নেমে তল্লাশি শুরু করতেই হাতেনাতে সাফল্য পেয়ে যান। শুক্রবার রাতে যাত্রীবাহী একটি গাড়ি থেকে যাত্রী সেজে বসা অমর দাস নামে এক ব্যক্তিকে পাঁচ কেজি গাঁজা সহ আটক করা হয়। বৃহস্পতিবার সকালে পুনরায় রুটিন তল্লাশি চলাকালীন অবস্থায় NL 02 L-3925 নম্বরের একটি গ্যাসের বুলেট গাড়ির কেবিন থেকে ১৩০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সঙ্গে চালক সমরজিৎ দেববর্মাকে আটক করা হয়েছে। তার বাড়ি ধলাই জেলার হালাহালি গ্রামে। সে জানায়, আঠারোমুড়া থেকে গাঁজা গুলো লোডিং করে অসম নিয়ে গেলে দশ হাজার টাকা কমিশন পাবে। কিন্তু পুলিশের সিগন্যাল দেখেই সে পালিয়ে যাওয়ার সময় পুলিশ পাকড়াও করে ফেলে। এদিকে দুটি অভিযানে প্রায় পনেরো লক্ষাধিক টাকার কালোবাজারি গাঁজা জব্দ করা হয়েছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেব্বর্মা।