Saturday, February 15, 2025
বাড়িরাজ্যনতুন মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বন্টন

নতুন মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বন্টন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মে : নতুন মন্ত্রিসভার সদস্যাদের শপথের দুদিন পর বন্টন হল দপ্তর। বুধবার রাতে রাজ্যের মুখ্য সচিব কুমার অলক নবনিযুক্ত মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের পরামর্শে দপ্তর বণ্টনের বিষয়টি অবগত করে রাজ্যবাসীকে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা নিজের হাতে রেখেছেন স্বরাষ্ট্র দপ্তর, স্বাস্থ্য দপ্তর, পূর্ত দপ্তর, বানিজ্য দপ্তর, নির্বাচন দপ্তরের দায়িত্ব।

 উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে পূর্বের ন্যায় বিদ্যুৎ, অর্থ দপ্তর, পঞ্চায়েত দপ্তর, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মাকে বনদপ্তর এবং রাজস্ব দপ্তর দেওয়া হয়েছে, মন্ত্রী রতন লাল নাথকে শিক্ষা এবং উচ্চশিক্ষা দপ্তর, আইন দপ্তর দেওয়া হয়েছে, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে পর্যটন, পরিবহন এবং কৃষি দপ্তরের দায়িত্ব প্রদান করা হয়েছে, মন্ত্রী মনোজ কান্তি দেবকে খাদ্য এবং আরবান দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে , একমাত্র মহিলা মন্ত্রী সান্তনা চাকমাকে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে, মন্ত্রী রামপ্রসাদ পালকে কারা দপ্তর, সংখ্যালঘু দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে, মন্ত্রী ভগবান দাসকে শ্রম দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও তপশীলি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে, মন্ত্রী সুশান্ত চৌধুরীকে পানীয় জল সম্পদ বিকাশ দপ্তর, ক্রীড়া দপ্তর ও তথ্য-সংস্কৃতি দপ্তরের দায়িত্ব প্রদান করা হয়েছে, নতুন মন্ত্রী রামপ্রসাদ পালকে জনজাতি মন্ত্রী করা হয়েছে, প্রেম কুমার রিয়াংকে মৎস্য দপ্তরের মন্ত্রী করা হয়েছে। নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন মেবার কুমার জমাতিয়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য