Thursday, March 28, 2024
বাড়িরাজ্যপ্রদেশ কংগ্রেসের ডেপুটেশন বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে

প্রদেশ কংগ্রেসের ডেপুটেশন বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ অক্টোবর : বাংলাদেশ দুর্গা পূজাকে কেন্দ্র করে যে সাম্প্রতিক ঘটনা ঘটেছে, তার তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বাংলাদেশ সহকারি কমিশনার অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। এবং এদিন বাংলাদেশ সহকারি হাইকমিশনারের হাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সনদ তুলে দেওয়া হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা জানান, বাংলাদেশে ঘটে যাওয়া এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানানো হয় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে।

পাশাপাশি দাবি জানানো হয় বাংলাদেশ সরকার যাতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনত কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি তিনি আরও বলেন, বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা। ত্রিপুরায় সংখ্যালঘু মুসলিমদের উপর আঘাত আনার জন্য একটি তীব্র চক্রান্ত চলছে। শাসক দল সরাসরি সাম্প্রতিক প্রচার করছে। এ ধরনের সাম্প্রদায়িক সুড়সুড়ি যাতে না দেওয়া হয়। রাজ্য সরকার যাতে এ ধরনের সাম্প্রতিক ষড়যন্ত্র কড়াভাবে মোকাবিলা করে। তার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। ডেপুটেশন প্রদানকালে এছাড়াও উপস্থিত ছিলেন মাইনরিটি চেয়ারম্যান জয়দুল হোসেন, সুব্রত সিনহা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য