স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ এপ্রিল :সংবিধান বাঁচাও অভিযান থেকে দেশবাসীকে ৫৬ ইঞ্চি থেকে সতর্ক থাকার জন্য বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে প্রদেশ কংগ্রেসের
সংবিধান বাঁচাও কর্মসূচিকে সামনে রেখে মিছিল সংঘটিত হয়। মিছিলটি রাজপথ পরিক্রমা করে নেতাজি রোড স্থিত আয়কর ভবন সংলগ্নে এসে জমায়েত হয়। সেখানে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ কর্মসূচি। একটা সময় পুলিশ বিক্ষোভকারীদের বেরিকেট দিয়ে আটকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পাল্টা প্রতিবাদ জানায় কংগ্রেস কর্মী সমর্থকরা। তারপর পরিস্থিতি কোনক্রমে নিয়ন্ত্রণে আনে পুলিশ। সেখানে একটি বিক্ষোভ সভা সংঘটিত করা হয়। সভায় উপস্থিত বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন পেহেলগাঁও নিয়ে কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে তা সমর্থন করা হবে।
সরকারের পাশে আছে দেশবাসী। কিন্তু দেশে ৫৬ ইঞ্চি সরকারে আসার সময় বলেছিলেন আমাদের একজন মারা হলে পাকিস্তানের ১০ জনকে মারা হবে। অথচ ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময় নিরীহ জনগণ এবং দেশের সেনাদের প্রান দিতে হয়েছে। সুষ্ঠু জবাব দেওয়া হয়নি পাকিস্তানকে। সুতরাং, ৫৬ ইঞ্চির লম্বা চড়া ভাষণ ছাড়া আর কিছুই এখন পর্যন্ত প্রত্যক্ষ করেনি দেশবাসী। হিন্দু মুসলিমের মধ্যে লড়াই করাতে চাইছে এই সরকার। কিন্তু দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বলেছিলেন ভারত বর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আগামী দিনও ধর্মনিরপেক্ষ থাকবে। কিন্তু আজ দেশের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা চলছে। এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায় কংগ্রেস। তিনি আরো বলেন দেশের সংবিধান আজ বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে আছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন দেশের হিন্দুরা বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে আছে। কারণ এই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ মুখ্যমন্ত্রীরা হিন্দু। সরকারের এ ধরনের চিন্তাধারা দেশের জন্য বিপদজনক। সামনের দিন আরো বেশি কঠিন হবে দেশবাসীর জন্য।
কারণ এই সরকার দেশবাসীকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু জনগণ সতর্ক রয়েছে। ৫৬ ইঞ্চি আসল চেহারা দেশবাসীর সামনে এসে গেছে। সত্যি ও মিথ্যার ফারাক বুঝতে পারে দেশবাসী। তাই দেশবাসীকে সঙ্গে নিয়ে কংগ্রেস আগামী দিন লড়াই করবে। কারণ কংগ্রেস দেশের স্বার্থ আগে দেখে। কিন্তু ভারতীয় জনতা পার্টি দলের স্বার্থ ও ব্যক্তিস্বার্থ আগে দেখে। এভাবেই এই দিন কটাক্ষ করলেন সুদীপ রায় বর্মন। এদিকে সভায় উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান সংবিধান রক্ষার জন্য কংগ্রেস যেভাবে সৈনিক ও রক্ষকের ভূমিকা পালন করে চলেছে ঠিক সেভাবেই আগামী দিন অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেস দেশবাসীর স্বার্থে লড়াই করবে। তিনি বলেন বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেসের অ্যাকাউন্ট সিস করে দিয়েছিল এই আয়কর। কিন্তু এভাবে কংগ্রেসকে দুর্বল করা যাবে না। আগামী দিন সংবিধান পাল্টে দিতে সরকারের যে চেষ্টা তার বিরোধিতা করে লড়াই চলবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। আয়োজিত সভায় এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।