স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মে : আসামে প্রবল বর্ষণে রেল এবং সড়কপথে যোগাযোগ ব্যবস্থা ত্রিপুরা রাজ্যের সাথে ছিন্ন হয়ে আছে। বহু সড়কপথ এবং রেলপথ প্রবল বর্ষণে ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে ত্রিপুরায় জ্বালানির তীব্র সংকট যাতে সৃষ্টির না হয় তার জন্য রাজ্য সরকারের অতিরিক্ত সচিব তপন কুমার দাস নোটিফিকেশন জারি করে পেট্রোল ডিজেল কেনার ক্ষেত্রে সর্বাধিক পরিমাণ নির্ধারণ করে দেন মঙ্গলবার।
নির্দিষ্ট পরিমাণের বেশি পেট্রোল, ডিজেল বাইক ও গাড়ির জন্য কেনা যাবে না। দ্বিচক্র যানের জন্য সর্বাধিক ২০০ টাকা, তিন চাকার ৩০০ টাকা, চার চাকার গাড়ির জন্য ১০০০ টাকা ধায্য করা হয়েছে। মঙ্গলবার থেকেই এই নিয়ম কার্যকর হবে সারা রাজ্যে। এর অধিক কেউ পেট্রোল ডিজেল গাড়ি বা দ্বিচক্রযান ঢুকাতে পারবে না বলে নোটিফিকেশন জারি করে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আরো বলা হয়েছে অনির্দিষ্টকাল পর্যন্ত চাহিদা মতো পেট্রোল ডিজেল কিনতে পারবে না যান চালকরা। ফলে এদিন সন্ধ্যা থেকেই শহরের বিভিন্ন পেট্রল পাম্পে যান চালক এবং বাইক চালকদের দীর্ঘ লাইন পার্থক্য করা যায়।