Wednesday, February 12, 2025
বাড়িজাতীয়নৌবাহিনীতে দু'টি দেশীয় রণতরী অন্তর্ভুক্ত, রাজনাথ বললেন মেক ফর ওয়ার্ল্ড আমাদের লক্ষ্য

নৌবাহিনীতে দু’টি দেশীয় রণতরী অন্তর্ভুক্ত, রাজনাথ বললেন মেক ফর ওয়ার্ল্ড আমাদের লক্ষ্য

মুম্বই, ১৭ মে (হি.স.): সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত দু’টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত হল ভারতীয় নৌবাহিনীতে। মঙ্গলবার মুম্বইয়ের মাজাগন ডকইয়ার্ডে এই দু’টি রণতরী আনুষ্ঠানিকভাবে জলে ভাসান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ‘আইএনএস সুরাট’ ও ‘আইএনএস উদয়গিরি’ নামক জাহাজ দু’টিতে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। রণতরী দু’টি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “আইএনএস ‘উদয়গিরি’ এবং আইএনএস ‘সুরাট’-এর সফল অন্তর্ভুক্তির পর, এতে কোনও সন্দেহ নেই যে আমরা শুধু ভারতের জন্যই নয়, বিশ্বের জন্যও জাহাজ নির্মাণ করব। শুধু মেক-ইন-ইন্ডিয়া নয়, মেক-ফর-ওয়ার্ল্ড আমাদের লক্ষ্য।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন বলেছেন, “আমি বিশ্বাস করি আগামী বছরগুলিতে আইএনএস সুরাট এবং আইএনএস উদয়গিরি মহাসাগরে গর্বের সঙ্গে আমাদের পতাকা ওড়াবে। এই দু’টি যুদ্ধজাহাজ বিশ্বকে শুধুমাত্র আমাদের কৌশলগত শক্তিই নয়, আমাদের আত্মনির্ভরশীলতার শক্তি সম্পর্কেও সচেতন করবে।” রাজনাথ সিং আরও বলেছেন, “সুরাট নামে সূচনা হওয়া এই রণতরী আগামী দিনে আমাদের নৌবাহিনীর বহরে হীরা হিসেবেও প্রমাণিত হবে। আমি বিশ্বাস করি আইএনএস ‘উদয়গিরি’, যার নাম পর্বতশ্রেণীর উপর ভিত্তি করে, এটি দেশের প্রতি সেবা পাহাড়ের চেয়েও উঁচুতে নিয়ে যাবে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য