স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মে : দেশে কোভিডের চতুর্থ ঢেউ আসবে কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তবে সর্তকতা দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের জন্য কোভিড টিকা করনের আয়োজন করা হয়।
সাংবাদিক, চিত্র সাংবাদিক ও সংবাদের কাজের সঙ্গে যুক্ত কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য এই টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার তারই অঙ্গ হিসাবে আগরতলা প্রেস ক্লাবে ফের কোভিড টিকাকরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিন কর্মরত সাংবাদিকদের এবং তাদের পরিবারের ১২ বছর বয়সী ছেলে মেয়েদের জন্য টিকা প্রদানের ব্যবস্থা করে আগরতলা প্রেস ক্লাব। একই সঙ্গে প্রদান করা হয় বুস্টার ডোজ। এদিন অনেকেই বুস্টার ডোজ গ্রহণ করেন।