Tuesday, April 16, 2024
বাড়িরাজ্যজনগণের উন্নয়নের স্বার্থে সরকার কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ : প্রতিমা ভৌমিক

জনগণের উন্নয়নের স্বার্থে সরকার কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ : প্রতিমা ভৌমিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মে : তপশিলি জাতি কল্যাণ দপ্তর এর তত্ত্বাবধানে ২০০২ সালে ১০০ আসন বিশিষ্ট ডঃ বি আর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাস তৈরি করা হয়। জগন্নাথ বাড়ি রোডের এই ছাত্রী নিবাসে ত্রিপুরায় বসবাসকারী তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অংশের ছাত্রীরা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা খরচে সরকারি অনুদানে থাকার ব্যবস্থা করা হয়।

২০০৯ সালে আসন সংখ্যা বেড়ে ১০০ থেকে ১৪১  আসন বিশিষ্ট ছাত্রী নিবাস করা হয়। এতে ৭৩ জন তপশিলি জাতি এবং ৬৮ জন তপশিলি উপজাতি অংশের ছাত্রীরা থাকার সুযোগ পাচ্ছেন। মঙ্গলবার এই ছাত্রী নিবাসে নবনির্মিত ১০০ আসন বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বক্তব্য রেখে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে সরকার “সবকা সাথ-সবকা বিকাশ” এর মন্ত্রকে পাথেয় করে সকল অংশের জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। ২০১৬- ১৭ অর্থবছরে মোট ৩৭৬ লক্ষ টাকার নতুন ১০০ আসন বিশিষ্ট ছাত্রী নিবাস এর দ্বিতল ভবন নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয় মোট ৩৫০ লক্ষ টাকা এবং রাজ্য সরকার মোট ২৬ লক্ষ টাকার অর্থ অনুদানের ছাত্রী নিবাস টি ২০২১-২২ অর্থবছরে নির্মাণ সম্পন্ন করা হয়।

নতুন এই ছাত্রী নিবাস ভবনে আধুনিক ভোজনশালা,  বিনোদন হল, সুপারিনটেনডেন্ট কোয়াটার, অফিস কক্ষ এবং শৌচাগার ইত্যাদির সুব্যবস্থা রয়েছে। এই নতুন ছাত্রী নিবাসের উদ্বোধনের পর এখন থেকে ডাক্তার বি আর আম্বেদকর স্মৃতি ছাত্রীনিবাসে মোট ২৪১ জন তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অংশের ছাত্রীরা থাকার সুযোগ পাবে। আগামী বছরে ছাত্রীদের জন্য স্মার্ট ক্লাস , কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার, ইনডোর ক্রীড়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়ক ডাক্তার দিলীপ দাস, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবনির্মিত ভবন পরিদর্শন করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য