Friday, March 29, 2024
বাড়িরাজ্যডায়াগনস্টিক সেন্টার গুলিকে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান মন্ত্রীর

ডায়াগনস্টিক সেন্টার গুলিকে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান মন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মে : রক্তদান মানে জীবন দান। আর বর্তমান সময়ে রক্তদান যেকোনো শুভ কাজের উদ্বোধনের দিন করা হচ্ছে। বিভিন্ন সামাজিক সংস্থা থেকে শুরু করে সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে শুভ উদ্যোগ হিসেবে রক্তদান শিবির সংগঠিত করা হচ্ছে। যা বর্তমানে গণআন্দোলনের রূপ নিচ্ছে।

মঙ্গলবার টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের ২৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরে শুভ উদ্বোধন করে এ কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন দেশে প্রতি কুড়ি সেকেন্ডে এক ইউনিট রক্তের প্রয়োজন হয়। প্রতিদিন ২৮ ইউনিট রক্তের প্রয়োজন হয়। রাজ্যে প্রতিদিন থ্যালাসেমিয়া, ক্যান্সার রোগী এবং দুর্ঘটনাগ্রস্ত রোগীদের জন্য যে পরিমাণ রক্তের প্রয়োজন তা জোগানের তুলনায় অনেক কম। তাই রক্তদানের সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। একটি বটবৃক্ষ যেমন মানুষকে অক্সিজেন, ছায়া দিয়ে মানুষকে দুর্যোগ থেকে রক্ষা করে ঠিক তেমনি ডায়াগনস্টিক সেন্টার গুলি তাদের ভূমিকা পালন করবে। বাণিজ্যিক দৃষ্টি ভঙ্গিতে পথ চলা শুরু করলেও তাদের সামাজিক দায়বদ্ধতা, সমাজকে সুন্দর করার মানসিকতা এবং মানুষের জন্য কাজ করার চাহিদা অব্যাহত রাখতে হবে। এদিন ডায়াগনস্টিক সেন্টারের রক্তদানে ৫০ জন রক্তদাতা অংশ গ্রহণ করেন। পরে রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য