স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ এপ্রিল :মধুপুর থানার অন্তর্গত অরবিন্দনগর এলাকার কুখ্যাত চোরের বাড়িতে হানা দিল এলাকাবাসী। জানা যায় অরবিন্দনগর এলাকার বাসিন্দা জুয়েল আহমেদ এলাকায় কুখ্যাত চোর হিসাবে পরিচিত। শুক্রবার কামথানা এলাকা থেকে জুয়েল আহমেদ দুইটি রাবারের মেশিন চুরি করে আনে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার এলাকার লোকজন জুয়েল আহমেদের বাড়িতে হানা দেয়।
জুয়েল আহমেদের বাড়িতে ভাংচুর করা হয় একাধিক গাড়ি। এলাকাবাসী জুয়েল আহমেদের বাড়িতে গিয়ে দেখতে পায় জুয়েল আহমেদ, আকাশ ও ইন্দ্রজিৎ নমঃ একসাথে বসে নেশা করছে। তখন এলাকাবাসিরা তাদেরকে উত্তম-মধ্যম দেয়। সুযোগ বুঝে জুয়েল ও আকাশ বাড়ি থেকে পালিয়ে যায়। অপর যুবক ইন্দ্রজিৎ নমকে এলাকাবাসিরা আটক করে ফেলে। পরবর্তী সময় তাকে তুলে দেওয়া হয় মধুপুর থানার পুলিশের হাতে। মধুপুর থানার ওসি জানান এইদিন পুলিশ ও স্থানীয় লোকজন অরবিন্দনগর এলাকার জুয়েল আহমেদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। তার বাড়ি থেকে উদ্ধার হয় দুইটি রাবারের মেশিন সহ বেশকিছু চুরির মাল। একই সাথে আটক করা হয়েছে ইন্দ্রজিৎ নমঃ নামে এক চোরকে।