স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ এপ্রিল :ফটিকরায় থানার পাশে দুই ভাইয়ের দুই দোকান আগুনে পুড়িয়ে দিলো দুষ্কৃতিরা। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১টা নাগাদ থানার পাশের দুটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতীদের হাতেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে সন্দেহ প্রকাশ করেন দোকানের মালিক বুদ্ধ দাস ও তার ভাই মৃদুল দাস। তারা জানান, তাদের ভুসি সামগ্রীর দোকান এবং একটি ডিড রাইটারের অফিস ঘরে রাতের আঁধারে আকস্মিক আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
দুটি দোকানই সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা বলেই প্রাথমিক অনুমান। দোকান মালিক বুদ্ধ দাস আরো জানান, আগুনের খবর পাওয়ার পরও ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকায় পৌঁছাতে বিলম্ব করে। ফলে সম্পূর্ণ দোকান রক্ষা করা সম্ভব হয়নি। আগুন লাগার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়েও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।