স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ এপ্রিল :উদয়পুর আর কে পুর থানার সামনে দুইজনকে গ্রেফতারের দাবিতে হিন্দু জাগরণ মঞ্চ বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য, গত ২৫ শেষ এপ্রিল আগরতলা নিবাসী জাভেদ হোসেন নামে এক যুবক একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়াতে করেছে।
এর প্রতিবাদে সামিল হয়ে হিন্দু জাগরণ মঞ্চ গোমতী জেলা সংযোগ প্রীতম দত্ত থানা লিখিত অভিযোগ দায়ের করেন। ২৪ ঘন্টার মধ্যে পুলিশের কাছে গ্রেপ্তার দাবি জানানো হয়। অপরদিকে উদয়পুর মহারানী এলাকার বারিক মিয়ার ছেলে সামিদ মিয়া ফেসবুকের মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানি মূলক এবং কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে গোমতী জেলার হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রীতম দত্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করে ২৪ ঘন্টার মধ্যে পুলিশ হেফাজতে নিয়ে আসার আর্জি জানানো হয়। হিন্দু জাগরণ মঞ্চ নিজেরাই উদ্যোগ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়।