স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ অক্টোবর : আসন্ন পুর নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে ব্লক কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের পক্ষ থেকে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।
তিনি বলেন বৈঠকে এ দিন একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। এরমধ্যে মূলত বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে আগরতলা পুর নিগমের প্রার্থী বাছাই সহ নির্বাচনে লড়াই করার পলিসি ঠিক করার প্রসঙ্গে। এছাড়াও আলোচনা হয়েছে আগামী দিনে প্রদেশ কংগ্রেসের কর্মসূচির বিষয়ে। সর্বভারতীয় কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসেবে প্রদেশ কংগ্রেস প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে জনজাগরণ অভিযান সংঘটিত করবে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে জনমত অভিযান শুরু করবে প্রদেশ কংগ্রেস। এ ধরনের কর্মসূচি ইতিমধ্যেই শুরু করতে চলেছে কংগ্রেস দল বলে জানান প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা।
তিনি আরো বলেন সম্প্রতি বাংলাদেশে সাম্প্রদায়িক ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। এবং এর বিরুদ্ধে যাতে বাংলাদেশ সরকার আইনগত পদক্ষেপ গ্রহণ করে তার দাবি জানান তিনি। এছাড়াও সম্প্রতি রাজ্যে বিরোধীদের উপর আক্রমণের ঘটনা তীব্র নিন্দা জানিয়ে বলেন গণতান্ত্রিক অধিকার যাতে মানুষ পায় সেদিকে গুরুত্ব দিতে হবে সরকারকে। তবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেস এক ইঞ্চি মাটিও সরে দাঁড়াবে না, তার ইঙ্গিত বহন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।