স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ অক্টোবর : সম্প্রতি বাংলাদেশের দুর্গাপূজার সময় মৌলবাদীদের দ্বারায় হিন্দুদের দেব দেবতার মন্দির থেকে শুরু করে ইসকন মন্দিরের ভক্তরা আক্রান্ত হয়েছেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার ইসকন মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি মিছিল সংঘটিত হয়।
মিছিলটি মঠ চৌমুহনী স্থিত মন্দির প্রাঙ্গণ থেকে একটি মিছিল সংঘটিত করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। মিছিলে উপস্থিত ছিলেন ইসকন মন্দিরের ভক্তরা। আগরতলা ইসকন মন্দিরের শ্রীধাম গোবিন্দ দাস বলেন, সম্প্রতি বাংলাদেশ ইসকন মন্দিরের মূর্তি ভাঙ্গা হয়েছে, রথে আগুন লাগানো হয়েছে এবং ইসকন মন্দিরে তিনজন ভক্তকে হত্যা করা হয়েছে। এরই প্রতিবাদ জানিয়ে আজকের এক প্রতিবাদ মিছিল। মিছিল থেকে দাবি তোলা হচ্ছে যাতে বাংলাদেশ সরকার সুষ্ঠু বিচার করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করে। এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যাতে আগামী দিনে সুরক্ষিত থাকতে পারে তার জন্য ব্যবস্থা গ্রহন করে সরকার। এ বিষয়ে একটি স্মারক লিপি তুলে দেওয়া হয় বাংলাদেশে সরকারি হাই কমিশনারের কাছে। এবং এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্ত না হয় তার জন্য দাবি জানানো হয় এদিন।