Thursday, March 28, 2024
বাড়িরাজ্য১২ ঘণ্টার সময় বেঁধে দিল তৃণমূল : সুস্মিতা

১২ ঘণ্টার সময় বেঁধে দিল তৃণমূল : সুস্মিতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ অক্টোবর: এবার রাজ্য পুলিশের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ। শুক্রবার দুপুরে আমতলিতে তৃণমূল কংগ্রেসের জনসংযোগের উপর আক্রমণের ঘটনায় উপযুক্ত ব্যবস্থা যদি গ্রহণ করা না হয় তাহলে তৃণমূল কংগ্রেস সংঘর্ষে নামবে। আর এর জন্য দায়ী থাকবে পুলিশ। শনিবার রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশনের পর এ কথা জানান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।

এদিন তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে দাবি জানান অভিযুক্তদের যাতে আগামী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। এর জন্য কিছু ভিডিও দেওয়া হয়েছে পুলিশ আধিকারিকদের কাছে। অভিযুক্তরা মুখ বাধা ছিল না। তাই ভিডিও দেখে অভিযুক্তদের সনাক্ত করা সহজ হবে। এমনকি অভিযুক্তদের নাম দিয়ে অভিযোগ জানানো হয়েছে। আর পুলিশ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারে তাহলে সংঘর্ষ নামবে বলে জানান সংসদ সুস্মিতা দেব।

 তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করে নি পুলিশ। পুলিশকে যে কোন দলের হয়ে পক্ষপাতিত্ব করা ঠিক নয়। যদি এভাবে পুলিশ কোন একটি রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে তাহলে আগামী বিধানসভার নির্বাচন এবং পুর নির্বাচনে পুলিশের উপর কোনরকম আস্থা রাখা যাবে না। তাই পুলিশ যাতে নিরপেক্ষ হয়ে ভূমিকা পালন করে তার জন্য আহ্বান জানান সুস্মিতা দেব। এদিকে সাংসদ শান্তনু সেন জানান, রাজ্যে পুলিশের মদত পেয়ে শাসক দলের দুর্বৃত্তরা এ ধরনের হামলা হুজ্জোতি করছে। শুক্রবার দুপুরে আমতলিতে যে ঘটনাটি সংঘটিত হয়েছে তার তীব্র নিন্দাজনক ঘটনা। শাসক দলের দুর্বৃত্তরা এদিন মহিলাদের উপর পর্যন্ত হামলা করেছে। মোবাইল ব্যাগ ছিনতাই করে নিয়ে গেছে। তাই পুলিশ আধিকারিকের কাছে ভিডিও ফুটেজ দিয়ে দাবি জানানো হয়েছে যাতে ১২ ঘন্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তার করা হয়। নয়তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয়ভাবে যে আন্দোলন করা হবে তার ফুলসুতি পুলিশকে দিতে হবে। আগামী লোকসভা এবং রাজ্যসভা ফ্লোরে যা করার তা করবে। এক ইঞ্চি জমিও ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন শান্তনু সেন। রাজ্য পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ঘটনা তদন্তের। এদিন ডেপুটেশন প্রদানকালে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের আহবায়ক সুবল ভৌমিক, প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের আহবায়ক বাপ্টু চক্রবর্তী।

পাশাপাশি এদিন সংসদ সুস্মিতা দেব আরো জানান আসন্ন পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লড়াই করা হবে। প্রার্থী দিতে নামের তালিকা নিয়ে বৈঠক চলছে। গণতান্ত্রিক অধিকারের জন্য নির্বাচন লড়াই করবে তৃণমূল কংগ্রেস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য