স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মে : আবেগপ্রবণ বৈঠকে অসম্মানিত হলেন প্রদেশ বি জে পি প্রভারী বিনোদ সনকর। মন্ত্রী রামপ্রসাদ পাল মেজাজ হারিয়ে চেয়ার দিয়ে মারতে গেলেন প্রভারী বিনোদ সনকরকে। যদিও অন্যান্য মন্ত্রী সহ নেতৃবৃন্দদের বাধায় আটকে গেলো রামপ্রসাদ পালের চেয়ার।
নাহলে শুধু অসম্মানিত নয়, রক্তাক্ত হতে পারতেন প্রভারী বিনোদ সনকর। জানা যায়, বিপ্লব কুমার দেবের পদত্যাগ মেনে নিতে পারেননি মন্ত্রী রামপ্রসাদ পাল। মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে প্রকাশ্যে বিরোধের পেছনে মূলত আরো এক প্রসঙ্গ উঁকি মারছে। সেটা হলো আদি বিজেপি রামপ্রসাদ পাল বিপ্লব কুমার দেবের পর প্রদেশ সভাপতির দাবিদার ছিলেন। কিন্তু দেখা গেছে প্রভারী বিনোদ সনকর রামপ্রসাদ পালকে সভাপতির দায়িত্ব না দিয়ে ডাঃ মানিক সাহাকে দায়িত্ব দিয়েছিলেন। আর সেই ক্ষোভ এদিন প্রকাশ্যে উঠে আসে বলে মনে করছে রাজনৈতিক মহল।