স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ এপ্রিল : ২০২৪ সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যা হয়ে যায় ত্রিপুরা রাজ্যে। তারপর জল সম্পদ দপ্তর রাজ্যের যতগুলি নদী রয়েছে, সেই সকল নদীর পার্শ্ববর্তি গ্রাম ও শহর এলাকার সুরক্ষার জন্য প্রয়োজন অনুযায়ী বাধ নির্মাণের কাজ শুরু করা হয়। সমগ্র রাজ্যের ১২ টি নদী রয়েছে। তার মধ্যে ৪৪ টি বাধ চিহ্নিত করা হয়েছে।
যেখানে সংস্কারের কাজ প্রয়োজন। ইতিমধ্যে সব জায়গায় কাজ শুরু করে দেওয়া হয়েছে। দক্ষিন জেলার বিলোনিয়ায় মুহুরি নদীর দুই পাশে বাধ নির্মাণের কাজ চলছে। মুখ্যমন্ত্রী নির্দেশে ২০ এপ্রিল জল সম্পদ দপ্তরের সচিব কিরন গিত্তে বিলোনিয়ায় মুহুরি নদীর দুই পাশে বাঁধ নির্মাণের কাজ সরজমিনে পরিদর্শন করেন। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান খোদ জল সম্পদ দপ্তরের সচিব কিরন গিত্তে। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান বিলোনিয়ায় মুহুরি নদীর দুই পাশে যে কাজ চলছে সেই কাজ যুদ্ধ কালিন তৎপরতায় শেষ করার জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সেখানে প্রায় ৭.৪৭ কিলোমিটার বাধ নির্মাণের কাজ চলছে। বিলোনিয়া শহরের পাশে মুহুরি নদীর পাড়ে যে বাধ নির্মাণ করা হচ্ছে তা টেকসই ভাবে করা হচ্ছে।
বিলোনিয়ার পরিস্থিতির বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করা হয়েছে। বিলোনিয়ায় কাজ করার জন্য প্রায় ৭৭ কোটি টাকা প্রদান করেছে সরকার। কাজ যেন সঠিক ভাবে হয় তার জন্য ইঞ্জিনিয়ারদের একটা টিম গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে সেই কাজ সম্পন্ন করা হবে। সাংবাদিক সম্মেলনে কিরন গিত্তে আরও জানান বর্তমানে বিলোনিয়ায় যে পরিস্থিতি দেখা দিয়েছে, অনুরূপ পরিস্থিতি এক থেকে দের মাস পূর্বে কৈলাশহরে দেখা দিয়েছিল। কৈলাশহরের মনু নদীর মধ্যে চারটি স্থান চিহ্নিত করা হয়েছে। সেখানে প্রায় ১৬.৮ কিলোমিটার বাধ নির্মাণ করা হচ্ছে। ৪ থেকে ৫ ফুট উচু বাধ সেখানে নির্মাণ করা হচ্ছে। সেখানে কাজের জন্য প্রায় ২৮ কোটি টাকা দিয়েছে সরকার। কিরন গিত্তে এইদিন স্পষ্ট জানান কৈলাশহর ও বিলোনিয়া এলাকার মানুষের যেন ধান ক্ষেত সহ কোন ধরনের ক্ষতি না হয় তার জন্য যা যা করার প্রয়োজন, তা জল সম্পদ দপ্তর থেকে করা হবে। কৈলাশহর ও বিলোনিয়ার কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা হবে। উভয় স্থানের বাসিন্দাদের উদ্দেশ্যে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানান কিরন গিত্তে।