স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ মে :মসজিদের ইমামের কান কেটে দিলো এক যুবক। ঘটনা মধুপুর থানাধীন ব্রজেন্দ্রনগর এলাকায়। অভিযুক্ত যুবকের বাড়ি মতিনগর এলাকায় তার নাম মুসলেম মিয়া। পরবর্তী সময়ে অভিযুক্ত যুবক মুসলেম মিয়াকে আটক করে এলাকার জনগণ হাত-পা বেঁধে গণধোলাই দিয়ে তুলে দেয় মধুপুর থানার পুলিশের হাতে।
রবিবার সকালে মুসলেম মিয়া আচমকা মসজিদে প্রবেশ করে হুজুরকে বেধড়ক মারধোর করে। পরে তার দাঁত দিয়ে কামড় দিয়ে হুজুরের একটি কান কেটে নেই এবং ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরবর্তী সময়ে সেই হুজুরের চিৎকারে এলাকার জনগণ এগিয়ে আসলে মুসলেম মিয়া সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এলাকার জনগণ তাকে হাতে নাতে আটক করে একটি গাছের সাথে বেঁধে তাকে গণধোলাই দিয়ে মধুপুর থানা পুলিশের হাতে তুলে দেয়।