Saturday, February 8, 2025
বাড়িরাজ্যউপমুখ্যমন্ত্রী পত্রের বিরুদ্ধে থানায় ডেপুটেশন যুব কংগ্রেসের

উপমুখ্যমন্ত্রী পত্রের বিরুদ্ধে থানায় ডেপুটেশন যুব কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মে : উপমুখ্যমন্ত্রীর পুত্র প্রতীক দেববর্মার বিরুদ্ধে অভিযোগ তুলে শনিবার এন সি সি থানায় ডেপুটেশন প্রদান করল প্রদেশ যুব কংগ্রেস। যুব কংগ্রেসের প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাখু দাস। তিনি অভিযোগ তুলে বলেন, সম্প্রতি একটি সংসদীয় প্রতিনিধি দল ত্রিপুরা রাজ্যে আসেন।

উপমুখ্যমন্ত্রী ছেলে প্রতীক দেববর্মা মদমত্ত অবস্থায় তাদের সাথে শহরের এক হোটেলে অভাব্য আচরণ করে। এবং সেই হোটেলে কর্তৃপক্ষের সাথেও অভাব্য আচরণ করে। আবার কুঞ্জবন স্থিত একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েও অভাবনীয় আচরণ করেন। বহির্রাজ্যের শিল্পীদের শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে প্রতীক দেববর্মা। এতে ত্রিপুরার সম্মানহানি হয়েছে। তাই যুব কংগ্রেসের পক্ষ থেকে এস ডি পি ও কাছে জানতে চাওয়া হয়েছে কেন তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। কিন্তু কোনো সদুত্তর না পেয়ে দাবি জানানো হয়েছে যাতে প্রতীক দেববর্মাকে অবিলম্বে গ্রেপ্তার করা হয় বলে জানান রাখু দাস। তিনি আরো বলেন সরকারের নেশা মুক্ত ত্রিপুরার স্লোগান শুধুমাত্র জুমলা বাজি। রাজ্যবাসী দেখতে পাচ্ছে সারা রাজ্যের অলিতে গলিতে শুধু নেশার সামগ্রী বিক্রি হয়। পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। আর এর পেছনে মূলত কারণ হল বিজেপির বড় বড় নেতারা এর থেকে টাকা পায় বলে অভিযোগ তোলেন রাখু দাস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য