Thursday, May 29, 2025
বাড়িরাজ্যনিকাশি ব্যবস্থা সম্পর্কে মেয়রকে অবগত করলেন স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে

নিকাশি ব্যবস্থা সম্পর্কে মেয়রকে অবগত করলেন স্যন্দন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ এপ্রিল : রবিবার ও সোমবার দুদিনের বৃষ্টিতে রাজধানীর বনমালীপুর বিজয় সংঘ পুকুর পাড় থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে পর্যন্ত জল জমাট বাঁধে। দীর্ঘক্ষণ জল স্থায়ী না হলেও এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে সোমবার। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে বনমালীপুর এবং মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

 তিনি এলাকার কর্পোরেটর ও আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবকে নিয়ে গোটা এলাকা পরিদর্শন করেন। কভার ড্রেনের কাজকর্ম কতটা এগোচ্ছে সে বিষয়ে খোঁজখবর নেন। এদিকে মেয়র বনমালীপুর এলাকায় গিয়ে স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক সুবল কুমার দে -কে সঙ্গে নিয়ে রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থা পরিদর্শন করেন। কি কারনে এলাকায় জল জমাট বাঁধছে সে বিষয়ে অবগত হন। আগামী দিন যাতে এলাকায় জল জমাট না বাদে সে বিষয়ে গুরুত্ব দিয়ে দেখার জন্য মেয়রের কাছে আহ্বান জানান স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভির সম্পাদক। পরবর্তী সময়ে মেয়র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গত দুদিনের বৃষ্টিতে বনমালীপুর সহ মুখ্যমন্ত্রীর বাসভবন এলাকায় জল জমাট বেঁধেছে। কি কারনে জল জমাট বেঁধেছে সে বিষয়ে প্রত্যক্ষ করতে তিনি এলাকায় এসেছেন। একই সাথে এলাকার উন্নয়নমূলক কাজকর্ম তিনি পরিদর্শন করেছেন।

 বিশেষ করে কভার ড্রেনের কাজের অগ্রগতি এবং এর গুণগতমান স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন বলে জানান মেয়র। মেয়র আরো বলেন গোটা আগরতলা শহরে জনগণের কল্যাণে উন্নয়নমূলক কাজ চলছে। আগামী দু মাসের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য পুর নিগমের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। শহরবাসীর সহযোগিতা চান মেয়র। এদিকে মঙ্গলবার রাজধানীর রঞ্জিত নগর সংযোগ সংঘ এলাকা পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ এলাকার লোকজন। মেয়র দীপক মজুমদার জানান রঞ্জিতনগর পঞ্চবটি এলাকায় বহু পুরানো একটি কালি মন্দির রয়েছে। কালি মন্দিরটিকে পাকা করার সিদ্ধান্ত নিয়েছে। তাই মন্দিরটিকে সংস্কার করার জন্য এইদিন মন্দিরটি ঘুরে দেখা হয়েছে। বুধবার থেকে মন্দির সংস্কারের কাজ শুরু করা হবে। এক থেকে দেড় মাসের মধ্যে মন্দির সংস্কারের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি মন্দির সংলগ্ন পরিত্যক্ত পুকুরটি দেড় কোটি টাকা ব্যয় করে সংস্কার করা হবে বলে জানান দীপক মজুমদার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!