Monday, May 12, 2025
বাড়িজাতীয়জম্মু-কাশ্মীরে পর্যটকদের গুলি জঙ্গিদের!

জম্মু-কাশ্মীরে পর্যটকদের গুলি জঙ্গিদের!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ এপ্রিল : জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর জঙ্গিহামলা। মঙ্গলবার এই হামলা চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। তাতেই ছ’জন পর্যটক আহত হয়েছেন। এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে খবর। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সূত্রের খবর, পহেলগাঁওয়ের ঘটনা সম্পর্কে জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে রয়েছেন। সেখান থেকেই শাহকে ফোন করে পহেলগাঁও সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীর ফোন পেয়ে জম্মু-কাশ্মীরের উদ্দেশে রওনা হয়েছেন শাহ।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বেশ কয়েক জন পর্যটক ট্রেকিং করছিলেন। সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে খবর, পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। এই ঘটনার পরই সেনা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে তিন স্থানীয় এবং তিন জন রাজস্থানের।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘পর্যটকদের উপর এই ধরনের হামলা নিন্দনীয়। এই ঘটনা বর্বরোচিত।’’ অন্য দিকে, পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র প্রধান মেহবুবা মুফতি এই হামলার তীব্র নিন্দা করে বলেছেন, ‘‘এই ধরনের হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না।’’

জম্মু-কাশ্মীরের আকর্ষণীয় পর্যটনস্থলগুলির মধ্যে বেশ জনপ্রিয় পহেলগাঁও। প্রতি বছর পহেলগাঁওয়ে প্রচুর পর্যটক বেড়াতে আসেন। পুলিশ সূত্রে খবর, এক দল পর্যটক ট্রেকিং করছিলেন। সেই দলটিকেই নিশানা করে জঙ্গিরা। তবে তারা সংখ্যায় কত জন ছিল, তা জানা যায়নি। আগামী জুলাইয়ে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য পুরোদস্তুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার আগেই পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!