স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ এপ্রিল :ত্রিপুরার ধলাই জেলা গঙ্গানগর ব্লক পেল প্রধানমন্ত্রী শ্রেষ্ঠত্ব পুরস্কার ২০২৪ । নয়া দিল্লিতে ১৭ তম সিভিল সার্ভিস দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ -এর হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন। পরে সামাজিক মাধ্যমে ধলাই জেলা বাসীকে এবং জেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
এই পুরস্কার দেওয়া হয়েছে গঙ্গানগর ব্লক এলাকায় ডিজিটাল লেনদেনের মাধ্যমে আত্মনির্ভরতার হার বৃদ্ধি, সঠিক পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর বন্টন করা, পোষন অভিযান এবং প্রকৃত লাভার্থীদের কাছে সঠিক সময় মত সঠিক পরিষেবা পৌঁছে দেওয়ার কারণে। একই বিষয়ে আবার গোমতী জেলা পুরস্কার পেয়েছে। গোমতী জেলায় সরকারি বিভিন্ন প্রকল্প ও সুবিধাগুলি সঠিকভাবে কার্যকর হয়েছে। তাই ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শ্রেষ্ঠত্ব পুরস্কার ২০২৪ দেওয়া হয়েছে। সিভিল সার্ভিস দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোমতী জেলাশাসক তড়িৎ কান্তি চাকমার হাতে পুরস্কার তুলে দেন। সোমবার সামাজিক মাধ্যমে গোমতী জেলাবাসী এবং জেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।