স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : জেল পুলিশের কর্তব্য গাফিলতিতে জিবি হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা এক বিচারাধীন কয়েদির। পরবর্তী সময়ে পালিয়ে যাওয়া কয়েদিকে আটক করতে সক্ষম পুলিশ। জানা যায়, শুক্রবার কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য আনা হয় এক কয়েদিকে।
কিন্তু জিবিতে আনার পর গাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই কয়েদি। এদিকে সহযোগিতা করেন এক মহিলা। পরবর্তী সময় স্থানীয় জিবি পুলিশ ফাঁড়ির পুলিশের সহযোগিতায় পালানোর চেষ্টা করা কয়েদিকে আটক করতে সক্ষম হয় জেল পুলিশ। এদিনের ঘটনায় ফের আরো একবার কর্তব্য গাফিলতি স্পষ্ট হয়ে উঠল কারা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত পুলিশের। তবে মান রক্ষা করতে পেরে স্বস্তি কেন্দ্রীয় কারাগারে পুলিশের। সম্প্রতি গন্ডাছড়া সাব জেল এবং কাঞ্চনপুর সাব জেল থেকে বিচারধীন কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার জিবি হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট দপ্তরের কর্তব্যরত পুলিশ কর্মীদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে। এদিনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় জিবি হাসপাতাল চত্বরে।